শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পুনঃখননকৃত নদী পাড়ের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে সাজা

উল্লাপাড়ায় পুনঃখননকৃত নদী পাড়ের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে সাজা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই বর্ষায় পুনঃখননকৃত বিলসূর্য্য ( কচুয়া) নদী পাড়ের মাটি অবাধে বিক্রি করে দেওয়া হচ্ছে ।নদী পাড়ের জমি মালিকেরা এ মাটি বিক্রি করছেন । বিভিন্ন এলাকার মাটি ব্যাবসায়ীরা তা কেটে নৌকা কিংবা ট্রলিতে বয়ে নিয়ে যাচ্ছেন।পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) উল্লাপাড়া উপ বিভাগীয় কার্যালয়ের আওতায় গত ক্#৩৯;মাস আগে শুকনো মওসুমে বিলসূর্য্য নদী পুনঃখনন করা হয় ।উপজেলার এনায়েতপুর হেলিপ্যাডের কাছ থেকে কয়ড়া রতনদিয়ার অবধি প্রায় তের কিলোমিটার দীর্ঘ নদীটির অংশ পুনঃখনন করা হয় । সে সময় খননকৃত মাটি নদী পাড়ে ফেলা হয়। নদী পাড় এ মাটিতে উচু হয়। বর্ষা মওসুমের শুরু থেকেই নদী পাড়ের মাটি বেশী বিক্রি করে দেওয়া হচ্ছে বলে খোজ নিয়ে জানা যায় ।উপজেলার কয়ড়া ইউনিয়নের বেশ ক্#৩৯;জায়গায় ও নাগরৌহা এলাকায় নদী পাড়ের মাটি বেশী বিক্রি করে দেওয়া হচ্ছে । বিভিন্ন এলাকার মাটি ব্যাবসায়ীরা এ মাটি কিনছে। এরা নদীর উচু পাড়ের মাটি কেটে নিচ্ছে ।এতে উচু পাড় হচ্ছে নীচু ।।এদিকে গত সোমবার কয়ড়া এলাকায় এ নদীপাড়ের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন। নাগরৌহা এলাকার মাটি বিক্রেতা একাধিক জমি মালিকের বক্তব্যে তাদের জমির বেশ অংশ জুড়ে মাটি ফেলা হয়েছে। তারা সে মাটি বিক্রি করে দিচ্ছেন । এ ব্যাপাওে পাউবো’র বক্তব্য জানতে চাইলে বিভিন্ন ভাবে যোগাযোগ করেও তা সম্ভব হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments