সান্টিং ট্রেনে কাটা পড়ে ঈশ্বরদীতে ট্রাক ড্রাইভার নিহত

স্বপন কুমার কুন্ডু: মালবাহী সান্টিং ট্রেনের বগির নীচে কাটা পড়ে ঈশ্বরদীতে ট্রাক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈশ্বরদী জংশসনের দক্ষিণ পাশের রেল ইয়ার্ডে মালবাহী ট্রেন সান্টিং করার সময় বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভারের নাম বিল্লাল হোসেন (৩৬)। সে ঈশ্বরদীর রূপপুরের ফুটু মার্কেট এলাকার মৃত আমিরুল মৃধার ছেলে বলে জানা গেছে। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ইয়ার্ড উন্নয়ন ও সংস্কার কাজের বালু সরবরাহের জন্য বিল্লাল ট্রাক নিয়ে এসে অপেক্ষা করছিল। ঘটনার সময় বিল্লাল ও আরো দু’জন রেল লাইনের উপর বসে গল্প করছিল। হঠাৎ করেই সান্টিং এর জন্য মালবাহী বগি দ্রুত গতিতে এগিয়ে আসে। এসময় অন্যরা লাফ দিয়ে সরে গেলেও বিল্লাল বগির নীচে পড়লে তার দেহ দ্বিখন্ডিত হয়। এতে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

Previous articleডাকাতিয়ার সংযোগ খালে বাঁধ : ৩০ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা
Next articleসাঁথিয়ায় যুবকের আত্মহত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।