ফিরোজ সুলতান: ঠাকুরগাঁও পৌর শহরের হঠাৎপাড়া ও সদর উপজেলার গিলাবাড়ীতে পৃথকভাবে ২ ব্যক্তি আত্মহত্যা করে।
গত শুক্রবার (৯ই অক্টোবর) রাতে তারা উভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, পৌর শহরের হঠাৎপাড়ার বাসিন্দা মীর কাবুলের ছেলে মানিক জব্বার (২৮) সকলের অগোচরে নিজ শোবার ঘরের ছাদের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অপরদিকে সদর উপজেলার গিলাবাড়িতে আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলমও (৩০) একই উপায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা জানায় জাহাঙ্গীর আলম একজন জুয়ারী ছিলেন। ঘটনার দিন স্ত্রীর কাছে জুয়ার জন্য টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় সে আত্মহত্যা করে। এ ব্যপারে ঠাকুরগাঁও সদর থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।