বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে প্রয়াত প্রফেসর নাছিম উদ্দিন মালিথার স্মরণে নাগরিক শোকসভা

শাহজাদপুরে প্রয়াত প্রফেসর নাছিম উদ্দিন মালিথার স্মরণে নাগরিক শোকসভা

বিমল কুন্ডু: শাহজাদপুরে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সংস্কৃতিজন প্রফেসর নাছিমউদ্দিন মালিথার মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। প্রফেসর নাছিম উদ্দিন মালিথা স্মরণে শোকসভা কমিটি এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল, কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি, প্রয়াতের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। এদিন বিকেলে ৪ টায় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাগরিক শোকসভা আয়োজক কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এ.এম. আব্দুল আজিজ। সভায় প্রয়াত নাছিম উদ্দিন মালিথার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, এ্যাড. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, প্রয়াতের সহোদর শামসুল হক মালিথা, তার পুত্র ও চ্যানেল আই এর বিশিষ্ট সাংবাদিক চকোর মালিথা, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারি অধ্যাপক শাহ্ধসঢ়; আলম, প্রধান শিক্ষক কামরুন নাহার লাকি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বায়েজিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাগরিক শোকসভা আয়োজক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী শওকত। এছাড়াও সরকারি কলেজ মাঠে প্রয়াতের স্মরণে ফটোগ্যালারিতে তার কর্মময় জীবনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। উল্লেখ্য, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments