বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

উল্লাপাড়ায় সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে অবৈধ সব অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে। বেলা এগারোটার দিকে পৌর এলাকার কাওয়াক মোড় থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত সালমান এ অভিযান পরিচালনা করেন । এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সিরাজগঞ্জ সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহরিয়ার খান , উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল উল্লাহ খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, মডেল থানা উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সহ পুলিশ বাহিনীর সদস্যগণ। সড়ক বিভাগের এ অভিযানে সব ধরণের অবৈধ অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে । উল্লাপাড়া সড়ক বিভাগ সুএে , নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় থেকে কাওয়াক হয়ে পাইকপাড়া ঢালু পর্যন্ত সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে যাবতীয় অবৈধ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে। শ্রীকোলা মোড় থেকে কাওয়াক মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের শহর অংশ (এন-৫২০) ও শ্রীকোলা মোড় পাইকপাড়া ঢালু পর্যন্ত ( এন-৫) পাকা, আধাপাকা ও অন্যান্য মিলে প্রায় তিনশ অবৈধ অবকাঠামো ও নানা স্থাপনা রয়েছে বলে জানা যায় । সড়ক বিভাগ থেকে দখলকারিদেরকে তাদের যাবতীয় স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে জায়গা মুক্ত করে দিতে এর আগে কয়েক দফা নোটিশ ও মাইকিং করে জানানো হয়েছিল। সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানান শহর অংশে(এন-৫২০)র শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার (বাইপাস) সড়ক চার লেনে চওড়া করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments