জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের বিশেষ একটি দল রোববার গোপন সংবাদ পেয়ে নগরির ২৩ নং ওয়ার্ডস্থ জলকড় মসজিদ মোড় শাহ সোপ ফ্যাক্টরীতে অভিযান পরিচালানা করে কেমিক্যাল, স্টিকার ও তৈরি সামগ্রী, বিভিন্ন নামীয় ৪ টি আইটেমের সাবান এবং মেশিনপত্র সহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল জব্দ করেছে।এছাড়াও, উক্ত ফ্যাক্টরীতে ক্যামিষ্ট নেই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, শ্রমিকদের সাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই, কর্মিদের চিকিৎসা সনদ নেই, কেমিক্যাল অরক্ষিত খোলা যায়গায় সহ মেশিন অপারেটর না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কোম্পানির মালিক মোঃ জাকির হোসনে পিতা- মৃত আঃ রাজ্জাক , সাং- জুম্মাপাড়া, থানা- কোতয়ালী ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উক্ত প্রতিষ্ঠান কে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেন।অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে ইন্সপেক্টর এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই বাবুল ইসলাম , এসআই গোলাম মোর্শেদ, এসআই নাজমুল ইসলাম, কন্সটেবল হবিবর, রহমান, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন অভিযান পরিচালনায় অংশ নেন।