বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানিজেদের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব: মসিউর রহমান রাঙ্গা

নিজেদের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব: মসিউর রহমান রাঙ্গা

জয়নাল আবেদীন: চীন অর্থ সহায়তা না দিলেও নিজেদের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, ‘যেখানে আমাদের দেশের বাজেট ৬৭ হাজার কোটি টাকা। সেখানে সাড়ে ৮ হাজার কোটি টাকা কোনো ব্যাপারই না। চীন আর্থিক সহায়তা না দিলে নিজেদের অর্থায়নেই তিস্তার প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এছাড়াও ভারতের সাথে যে অভিন্ন ৫৪টি নদী আছে, সেগুলোও শাসন করতে হবে। তিস্তা খনন করা গেলে রংপুর অঞ্চলের কৃষি ও জীবন জীবিকা উন্নত হবে। লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে’।রোববার দুপুরে রংপুরের পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাঙা একথা বলেন।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেনে, ‌‘সরকারকে শুধু পদ্মা সেতু নিয়ে থাকলে চলবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেটের মাধ্যমেই এটা করা হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে’।জাপার সাবেক মহাসচিব আরো বলেন, ‘করোনার কারণে মধ্যবিত্তরা ও নিম্ন বিত্তহীন পথে বসেছে। এখন তাদের আগের মতো ক্রয় ক্ষমতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এসব মানুষ আজ দিশেহারা। কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে’।এ সময় মসিউর রহমান রাঙ্গা এমপি’র সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুর রহমান আরিফসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments