শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলামুলাদী উপজেলার উত্তর জনপদের আতঙ্ক ভয়ঙ্কর সন্ত্রাসী আলমগীর কবিরাজ

মুলাদী উপজেলার উত্তর জনপদের আতঙ্ক ভয়ঙ্কর সন্ত্রাসী আলমগীর কবিরাজ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদী উপজেলার উত্তর জনপদের আতঙ্ক ভয়ঙ্কর সন্ত্রাসী আলমগীর কবিরাজ ওরফে আলমগীর ডাকাত। গত এক সপ্তাহে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলীসহ আশপাশের এলাকায় আলমগীর কবিরাজের আনাগোনা দেখা দেওয়ায় সফিপুর, বাটামারা ইউনিয়নসহ উত্তরজনপদে আতঙ্ক দেখা দিয়েছে। আলমগীর কবিরাজ উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের মৃত জলিল কবিরাজের পুত্র। আন্তঃজেলা ডাকাত সর্দার হিসেবে তিনি পরিচিতি। তার বিরুদ্ধে মুলাদী, কালকিনি ও গোসাইরহাট থানায় ৫টি হত্যা মামলা, ডাকাতি ও অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। জানাগেছে প্রায় একযুগ আগে মুলাদী উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আলমগীর কবিরাজের হঠাৎ করেই উত্থান ঘটে। তার সহযোগীদের নিয়ে গড়ে তোলেন একটি ডাকাত দল। ওই দলটি বিভিন্ন সময় মুলাদীর উত্তরাঞ্চলসহ পাশ্ববর্তী উপজেলাসমূহে ডাকাতি, হত্যাসহ নানান অপকর্ম চালাতে থাকে। মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের গোসাইরহাট ও মুলাদী উপজেলার সীমান্তে বসবাস করার সুযোগে যেকোনো অপরাধ করে সহজেই আত্নগোপনে চলে যেতে পারে আলমগীর কবিরাজ ও তার দল। উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব ও নদী বেষ্টিত হওয়ায় আলমগীর কবিরাজ তার দলবল নিয়ে এলাকায় ত্রাসের রাজস্ব সৃষ্টি করে। কেউ তার বিরুদ্ধে মুখ খুললে নেমে আসে অমানুষিক নির্যাতন। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরবালিয়াতলী গ্রামের জনৈক বাসিন্দা জানান আলমগীর কবিরাজ বেশিরভাগ সময় পাশ্ববর্তী কালকিনি ও গোসাইরহাট এলাকায় থাকেন। মাঝে মধ্যেই মুলাদীর উত্তর বালিয়াতলী, তয়কা, টুমচর, উত্তরপাতারচর, পূর্ব চরপদ্মাসহ বিভিন্ন এলাকায় আতর্কিত হানা দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মালামাল লুট করে থাকে। আলমগীর কবিরাজের বিরুদ্ধে উপজেলার চাঞ্চল্যকর আনিচ হাওলাদার হত্যা মামলা, রিপন সরদার হত্যা মামলা, আকবর হাওলাদার হত্যা, কালকিনি চিঠিরচর এলাকার সোনাবালী ফকির হত্যা মামলা, ডামুঢ্যা থানার তোতা মোল্লার বাড়িতে ডাকাতি মামলাসহ ১৪টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলার পলাতক আসামী হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমগীর কবিরাজ ও তার দল এলাকায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইউপি নির্বাচনে তার নেতৃত্বে বড়ধরণের অঘটন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্তমানে আলমগীর কবিরাজ কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের ভাদুরিয়া (মাঝেরচর) এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন একটি সূত্র। ওই এলাকাটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান আলমগীর কবিরাজকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments