শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

রংপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া শনাক্ত রোগীর সংখ্যা তের হাজার ছাড়িয়েছে। এই বিভাগের আট জেলায় শুক্রবার পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩শ৯৪ জনে। এদের মধ্যে ২শ৪৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৪শ১০ জন।এদিকে মোট শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় (১৫ নভেম্বর পর্যন্ত) বিভাগের আট জেলায় নতুন ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। একই সময়ে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়।এতে বলা হয়েছে, রংপুর বিভাগের আট জেলায় রোববার করোনা আক্রান্ত ৪০ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৩, দিনাজপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ৩ এবং গাইবান্ধা জেলায় ১ জন রয়েছে। এনিয়ে বিভাগে গত এপ্রিল মাস হতে চলতি মাসের ১৫ নভেম্বর পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩শ৯৪ জনে। গতকাল বিভাগের তিন জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২শ৪৭ জনে পৌঁছেছে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র মতে, রংপুর বিভাগের আট জেলার মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক দিনাজপুর জেলায়। এ জেলায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৮শ১৮ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ৯০ জনে।এর পরই রংপুর জেলায় ৩ হাজার ২শ৮১ জন শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে ৫৩ জনের।এছাড়া গাইবান্ধা জেলায় শনাক্ত ১ হাজার ২শ৬০ জন ও মৃত্যু ১৪ জন, নীলফামারী জেলায় ১ হাজার ১শ৭৭ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ২১ জনের, ঠাকুরগাঁও জেলায় শনাক্ত ১ হাজার ২শ৯৪ ও মৃত্যু ২৭ জন, কুড়িগ্রাম জেলায় ৯শ৫১ জন শনাক্ত এবং মৃত্যু ১৫ জনের। লালমনিরহাট জেলায় ৯শ০৯ জন শনাক্ত এবং মৃত্যু বেড়ে পৌঁছেছে ১০ জনে, পঞ্চগড় জেলায় শনাক্ত ৭শ০৪ ও মৃত্যু হয়েছে ১৭ জনের।এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২শ২৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ২শ৫৩ জনে। একই সময়ে বিভাগে ১৯ জনসহ মোট ৭৯ হাজার ২শ৮৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments