বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ১শ৪৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক প্রদান

রংপুরে ১শ৪৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক প্রদান

জয়নাল আবেদীন: তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে রপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান। তিনি বিভিন্ন কলেজে অধ্যায়নরত মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান। তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে এজন্য সরকার নানান উদ্যোগ নিয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া ছাড়াও গরীব শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান, গ্রাম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করে দিচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে ডিজিটাল সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একুশ শতকের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে রপান্তরিত হওয়ার আহ্বান জানান। শিক্ষার সম্প্রসারে ইকোর এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বুধবার রংপুরের জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আমেরিকা ভিত্তিক শিক্ষা ও সেবা সংস্থা এডুকেশনাল চেরিটেবল এন্ড হিউমেনিটেরিয়ান অর্গানাইজেশন- ইকো এর উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শাহানাজ বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে বাছাই কৃত ১শ৪৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ১১ লাখ ২২হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments