বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতী ও অবস্থান কর্মসূচি

সাঁথিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতী ও অবস্থান কর্মসূচি

আব্দুদ দাইন: “ভ্যাকসিন হিরো সম্মান-স্বাস্থ্য সহকারীর অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলায় কর্মরত স্বাস্থ্যসহকারীরা উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কর্র্মবিরতি দাবী পুরন না হওয়া পর্যন্ত চলবে বলে তারা জানান। কেন্দীয় কর্মসূূচির আলেকে বাংলাদেশ হেলথ্ধসঢ়; এসিষ্ট্যেন্ট এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা হাসপাতালের সামনে বিভিন্ন দাবীর ব্যানারসহ ভ্যাকসিন হিরো আখ্যায়িতরা এ কর্ম বিরতি পালন করছেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা দাবী তোলেন নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য, বেতন কোড ১৬তম থেকে ১১, ১২, ও ১৩ তম গ্রেডে উন্নত করতে হবে। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদা ঘোষনা দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ হেলথ্ধসঢ়; এসিষ্ট্যেন্ট এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারন সম্পাদক হাফিজুর রহমান আরিফের পরিচালনায় বক্তব্য দেন, মোকছেদ আলী, রাশেদুল ইসলাম, নাজমা হক, মহসিনা খাতুন, লুৎফর নেছা , আঃ হালিম প্রমুখ। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতির অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments