বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চাল উদ্ধার

শাহজাদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চাল উদ্ধার

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৮ বস্তা চাল (১ হাজার ৫২৬ কেজি) পাচারের সময় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে জনৈক ডিলারের গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গেছে, গতকাল বুধবার বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা নতুনবাজার এলাকা দিয়ে ৪টি অটোরিক্সাযোগে ১০ টাকা কেজি দরের ২৫ বস্তা চাল পাচারের সময় এলাকাবাসী আটক করে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহাকে খবর দেয়। পরে সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ও থানার সাব-ইন্সপেক্টর আসাদ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তারা পাচার হওয়া ২৫ বস্তা চাল জব্দ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য ৪ অটো চালককে থানায় নিয়ে আসেন। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদকালে অটো চালকরা জানায়, চর-কৈজুরী গ্রামের গ্রাম পুলিশ রমজান প্রামানিকের ছেলে আব্দুল মতিন কৈজুরী বাজার সংলগ্ন নজরুলের বাড়ী থেকে ওই চাল তাদের গাড়ীতে তুলে দেন। আটক করা চালগুলো উপজেলার ভেড়াকোলা গ্রামের ডিলার আমিন উদ্দিনের গুদামে নিয়ে যাওয়ার কথা ছিল। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৯ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চর-কৈজুরী গ্রামের আব্দুল মতিনের গুদাম থেকে আরও ৩ বস্তা চাল ও ৩৩ টি সরকারি চাউলের খালি বস্তা উদ্ধার করে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারের খাদ্যবান্ধন কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক জানান, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চাল পাচারের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চর-কৈজুরীর গ্রাম পুলিশে রজমান প্রামনিকের ছেলে আব্দুল মতিন ও ভেড়াকোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আমিন উদ্দিনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে ৪ অটো চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments