জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় মুখ সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম আর নেই । (ইন্না-লিল্লাহি —-রাজিউন) বৃহস্পতিবার রাত সাড়ে১১টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৫১) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে ৬ ভাই ২ বোন,আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়াও উপজেলা ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ক্ষেত মজুর সমিতি’র বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি গত ৪ চার মাস ধরে জন্ডিস, লিভার সহ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ধীন ছিলেন। শুক্রবার বাদ জুম্মা বাড়ীর পাশে মফিজের চাতালে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সুধী,গনমান্য ব্যাক্তি ও সাংবাদিক মহল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।