বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় সওজের জায়গায় স্থাপিত অবৈধ সী-লাইন কাউন্টার বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

উখিয়ায় সওজের জায়গায় স্থাপিত অবৈধ সী-লাইন কাউন্টার বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র জায়গার উপর অবৈধ ভাবে কাউন্টার স্থাপন করে সড়কে যানজট সৃষ্টির দায়ে উখিয়া সী-লাইন ও কক্স লাইন কাউন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯শে ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের বিপরীতে অবস্থিত কাউন্টারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খান।

জনগুরুত্বপূর্ণ কক্সবাজার-টেকনাফ সড়কে যানজট নিরসনে কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও অবৈধভাবে গড়ে উঠে এ কাউন্টারটি। যার ফলে প্রতিনিয়ত উপজেলা পরিষদ গেইট সংলগ্ন সড়কে উপর দীর্ঘ যানজট সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, উপজেলা পরিষদে গেইটের পাশে কাউন্টার করে গাড়ি পার্কিং করায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে থাকে৷ যার অপরাধে দুপুরে অভিযান চালিয়ে জনসাধারণের সামনে কাউন্টার বন্ধ করে লাইনম্যান জামালকে আটক করা হয়।পরে তাকে ও সড়কের উপর গাড়ি পার্কিং এর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে যানজট সৃষ্টি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।তিনি আরো জানান,ভবিষ্যতে সড়কের উপর গাড়ি রেখে যানযট সৃষ্টি করা হলে সি-লাইন ও কক্স-লাইন চালকদের আটক করে জেলে পাঠানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments