বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে রবিউল হত্যা মামলায় জড়িত ৪ আসামি গ্রেফতার

সাপাহারে রবিউল হত্যা মামলায় জড়িত ৪ আসামি গ্রেফতার

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিষয়ে সৃষ্ট সংঘর্ষে ১ব্যক্তি নিহতের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আসামী পক্ষের ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাতাড়ী ইউনিয়নের দক্ষিন পাতাড়ী গ্রামের এসলাম আলীর ছেলে লুৎফর রহমান (সাপাটু) (৪০) ও তার ভাই আব্দুস সাত্তার (৩৫) এবং তিলনী গ্রামের নিহত রবিউল আলমের চাচা আমজাদ আলী (৬০) ও তার ছেলে জসিম উদ্দীন (২৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে গত ০৬জানুয়ারী পাতাড়ী গ্রামের এসলাম আলী তার লোকজন নিয়ে তিলনী গ্রামে নিহত রবিউল আলমের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষ বাধেঁ। এসময় এসলাম আলীর লোকজনের লাঠির আঘাতে রবিউল আলম নিহত হয় ও তার পিতা আব্দুল হক সহ ৩জন গুরুতর আহত হয়। সন্ধার দিকে নিহত রবিউল আলমের ছোট ভাই রায়হান কবির বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments