মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়-জা রওশন আরা ওয়াহেদ আর নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়-জা রওশন আরা ওয়াহেদ আর নেই

জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়-জা ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ বেঁচে নেই। সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে পীরগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড়ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহ-ধর্মিনী ছিলেন রওশন আরা ওয়াহেদ । মৃত্যুকালে তিনি দুই ছেলে সাঈদ রেজা শান্তু, সহিদ রেজা নান্টু ও দুই মেয়ে আইরিন আরা, বনানী আরা সহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার। মরহুম রওশন আরার ১ম নামাজের জানাযা বাদ যোহর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় নামাজে জানাযা বাদ আসর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হয়। এদিকে রওশন আরার মৃত্যুতে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ,রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম গভীর শোক প্রকাশ করে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোক জানিয়েছে রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, প্রেস ক্লাবসভাপতি রশীদ বাবু সম্পাদক রফিক সরকার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments