শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঠাকুরগাওয়ে যমুনা ব্যাংককের জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাওয়ে যমুনা ব্যাংককের জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

ফিরোজ সুলতান: ঠাকুরগাওয়ে হাওলাদার হিমাগার লিঃ এর একশত কোটি টাকার জামানতকৃত নিজস্ব সম্পত্তি জালিয়াতি করে ভ‚য়া নিলামের মাধ্যমে যমুনা ব্যাংক ঠাকুরগাও শাখা কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্বসাত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুস সালাম হাওলাদার।

বুধবার (১৩ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুরে হাওলাদার কোল্ড স্টোর চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, কোল্ড স্টোর ব্যবসা করার লক্ষ্যে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর যমুনা ব্যাংক ঠাকুরগাঁও শাখা হতে কৃষি ভিত্তিক শিল্প ঋণের আওতায় এক হাজার ৩৮ দশমিক ৫ শতাংশ জমির উপর ১৩ শতাংশ সুদে ৬ কোটি ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করি। ২০১৪ সালে আলু ব্যবসায়ায় ধস নামাসহ নানা কারণে উত্তোলন করা ঋণের মধ্যে প্রায় ৫ কোটি টাকা পরিশোধ করেন বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

এ বিষয়ে বহুবার যমুনা ব্যাংক ঠাকুরগাঁও শাখা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সুরাহা চাইলে কোন সহায়তা করেইনি বরং চেক জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে।
২০২০ সালের ৭ অক্টোবর দায়রা জজ আদালতে ১৩ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করে শাখা ব্যবস্থাপক। শুধু এতেই ক্ষান্ত থাকেনি-জালিয়াতির আশ্রয় নিয়ে পত্রিকা ডাম্পিং করে ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে ওই ব্যবসায়ীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আব্দুস সালাম হাওলাদার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments