শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বরখাস্ত

৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বরখাস্ত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ ও একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরের ৩০ লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা আত্মসাতের উদ্দেশ্যে এলজিএসপি ব্যাংক হিসাব হতে ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তরের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই চেয়ারম্যান ও সদস্যকে তাদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করেছে। এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব আবু জাফর রিপন কর্তক ১৭/০১/২০২১ তারিখে স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেহেতু ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ ও একই ইউনিয়নের মহিলা সদস্য সালেহা বেগম বিরুদ্ধে দুই অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের ৩০ লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা আত্মসাতের উদ্দেশ্যে ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তরিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেহেতু উক্ত অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যান ও সদস্যকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তের আদের্শ সম্বলিত প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যেই সিরাজগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই ইউপি চেয়ারম্যান ও মহিলা সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। উল্লেখ্য, বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments