বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলামুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রংপুরে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ...

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রংপুরে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল নীড়

জয়নাল আবেদীন: রংপুরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রংপুরে নীড় নামে একটি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার বেলা ১১টায় টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠানটির সহযোগিতা করে রংপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন বলেন, মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি অনেক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। সবার লক্ষ্য ভালো থাকা। দেশকে এগিয়ে নেয়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এখন শিক্ষার্থী ও যুবসমাজের দায়িত্ব বেশি।উন্নত বাংলাদেশের স্বপ্ন তাদের হাত ধরেই পূর্ণ হবে। বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক কামরুজ্জামান চৌধুরী তুহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক। এতে সভাপতিত্ব করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখে নীড় এর সিইও ইঞ্জিনিয়ার শিহাবুজ্জামান চৌধুরী শিহাব। অনুষ্ঠানে ১ হাজার হতদরিদ্র শীতার্তর মধ্যে কম্বল, মাদ্রাসা শিক্ষার্থী ও নৈশপ্রহরীর মধ্যে ২শ জ্যাকেট, অসুস্থ বীরমুক্তিযোদ্ধা ও শরীরিক প্রতিবন্ধী ১৯ জনকে হুইল চেয়ার, অস্বচ্ছল কর্মহীন তিন পরিবারকে ব্যাটারি চালিত ভ্যান এবং ৩শ স্কুল- কলেজ শিক্ষার্থীদের মাঝে সহশিক্ষা উপকরণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।পরে অতিথিদের উপস্থিতিতে রংপুর অঞ্চলের প্রথম অনলাইন ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে রক্তের প্রয়োজনে রক্তদাতাদের খুব সহজেই খুজে পাওয়া যাবে। উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নীড়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের পক্ষ থেকে সমাজসেবা মূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করছে সংগঠনটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments