শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

উল্লাপাড়ায় পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোনতলায় করতোয়া নদী ঘেষে সোনতলা সেতু এলাকায় গড়া হবে পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে স্থানীয় প্রশাসন থেকে পর্যটন কেন্দ্র গড়ার কাজ অচিরেই শুরু করা হবে বলে জানা যায়। এরই মধ্যে সোনতলায় করতোয়া নদীর উপর নির্মিত সোনতলা সেতু এলাকা হয়েছে বিনোদন কেন্দ্র। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে নানা পেশার লোকজন এখানে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর প্রচেষ্টায় বিগত ২০১৩ সালে সোনতলা সেতুটি নির্মাণ করা হয়। এ সেতু নির্মানের ফলে দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ গত ৭ জানুয়ারি দুপুরে সোনতলা সেতু এলাকা পরিদর্শন করেছেন । এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা যুবলীগের আহ্ধসঢ়;বায়ক মীর আরিফুর ইসলাম উজ্জ্বল, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু। জানা যায়, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সোনতলায় গড়ে তোলা হবে একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র। স্থানীয় প্রশাসন অচিরেই এর কাজ শুরু করবে বলে জানা যায়। এ পর্যটন কেন্দ্রটি করা হলে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ হবে বলে মত মিলেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments