বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুর পৌর নির্বাচন ফ্রি ফেয়ার হবে

ভূঞাপুর পৌর নির্বাচন ফ্রি ফেয়ার হবে

আব্দুল লতিফ তালুকদার: আসন্ন ৩০ জানুয়ারি ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা প্রতি পালন বিষয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। উপজেলা হলরুমে বুধবার সন্ধ্যায় মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, যেকোনো মূল্যে পৌরসভা নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এজন্য প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে, সাথে থাকবে পুলিশের স্টাইকিং ফোর্স, র‍্যাব, ও বিজিবির সদস্যররা। তারা প্রশাসনের পক্ষে কঠোর ভাবে দায়িত্ব পালন করবে। জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বলেন, ভূঞাপুর পৌর নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ব্যালট পেপার প্রতিটি কেন্দ্রে সকালে সরবরাহ করা হবে এবং প্রার্থীদেরকে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন। প্রিজাইডিং অফিসারদেরকে নির্ভয়ে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিস ময়মনসিংহ অঞ্চল অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন, এএসপি সার্কেল (কালিহাতী) মো. রাসেল মনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাড. সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, সহকারি রিটার্নিং অফিসা ও উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা, ওসি মো. রাশিদুল ইসলাম, পেসক্লাব সভাপতি মো. শাহআলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, মেয়র প্রার্থী আ্#৩৯;লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার, বিএনপি মনোনীত মো. জাহাঙ্গীরসহ, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments