বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে শুরু হলো করোনার টিকাদান

জয়পুরহাটে শুরু হলো করোনার টিকাদান

শফিকুল ইসলাম: সারা দেশের মতো জয়্যপুরহাট জেলায় একযোগে ৫টি কেন্দ্রে করোনার টিকাদান শুরু করা হয়েছে। ৫টি কেন্দ্রে আজ প্রথম দিন ২৬৯ জন করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জয়পুরহাটে প্রথম টিকা গ্রহণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ রাজা চৌধুরী ও আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক। প্রথম ধাপে জয়পুরহাট জেলায় করোনার ভ্যাকসিনের ডোজ পাবেন ২৪ হাজার জন যা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। গত শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর ৪টা নাগাদ দু’টি কার্টনে টিকাগুলো ঢাকা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়েছে। জেলায় ৫টি কেন্দ্রে আজ টিকা দান করা হচ্ছে। জয়পুরহাট জেলার ৫টি কেন্দ্রে আজ প্রথম দিন ২৬৯ জন করোনার টিকা নিয়েছেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ২০০ জন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন করোনার টিকা গ্রহন করেছে। আগামীকাল থেকে প্রতিদিন দেওয়া হবে করোনার টিকা। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে টিকা দানের কার্যক্রম। তিনি আরো জানান, জয়পুরহাট সদর উপজেলায় ৭৫৯২ জন, পাঁচবিবি উপজেলায় ৬১৮৭ জন, কালাই উপজেলায় ৩৭৬১ জন, আক্কেলপুর উপজেলায় ৩৬১৫ জন ও ক্ষেতলাল উপজেলায় ২৮৪৫ জনকে টিকা দেয়া যাবে। পর্যাক্রমে সব ধরনের শ্রেণি-পেশার মানুষকে টিকা দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার ওয়াজেদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম রকেট, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারকসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments