বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে মেয়র মোস্তফার করোনাকালে প্রশংসনীয় উদ্যোগসহ ব্যাপক উন্নয়ন

রংপুরে মেয়র মোস্তফার করোনাকালে প্রশংসনীয় উদ্যোগসহ ব্যাপক উন্নয়ন

জয়নাল আবেদীন: করোনাকালীন সময় রংপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে করোনা রোগীদের নমুনা সংগ্রহ, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা প্রদানসহ আক্রান্ত পরিবারের খাদ্যসামগ্রী দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা । তার মেয়াদে ৩ বছর অতিক্রম করায় তিনি সাংবাদিকদের বলেছেন করোনার সময় যখন অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সময় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কভিড-১৯ করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে রোগীর নমুনা সংগ্রহ, পিসিআর ল্যাব স্থাপন, শনাক্ত রোগিদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স প্রদান করে হাসপাতালে নেয়া এবং আক্রান্ত পরিবারগুলো খাদ্য সামগ্রী পৌছে দিতে সিটি কর্পোরেশন চিকিৎসক, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিরা নিরলসভাবে কাজ করে গেছে। যা দেশের একমাত্র রংপুর সিটি কর্পোরেশন করেছে বলে তিনি দাবি করেন। মেয়র মোস্তফা তার আমলে তিন বছর সফলতার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথা উল্লেখ করে বলেন রংপুর উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক, তিনি এ অঞ্চলের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রংপুর সিটির বরাদ্দ দিচ্ছেন এবং উন্নয়নের কাজ করে যাচ্ছি। রংপুর সিটি কর্পোরেশনে দক্ষ জনবলের অভাবে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করতে না পারার কারণে তেমন বরাদ্দ ও সহযোগিতা নিতে পারছি না। ফলে উন্নয়নে কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে। তিনি বলেন, অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে বেকার সমস্যা সমাধান করার জন্য কলকারখানা স্থাপন জরুরী হলেও গ্যাসের অভাবে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমার মেয়াদকালে নগরীকে দৃষ্টিনন্দন করাসহ নাগরিক সেবার মান বাড়াতে পুরো সিটি এলাকা উন্নয়নে কাজ চলছে। এর মধ্যে রয়েছে, সরকারি বালিকা বিদ্যালয় ও বদরগঞ্জ সড়কে ফুট ওভার ব্রীজ নির্মাণ, বাইপাস সড়ক, লালপুর-কুকরুল ও আঙ্গুরমিয়া সড়ক এলাকায় মাঝারী ব্রীজ নির্মাণ, নতুন ১৪০ কি.মি. সড়ক নির্মাণ, সকল সড়কে সংস্কার কাজ, বর্ধিত ওয়ার্ডগুলোতে ৬ হাজার বৈদ্যুতিক খুঁটি স্থাপন, সড়ক ডিভাইডার রেলিং কাজ, অত্যাধুনিক লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নগরীর কলাবাড়ী এলাকায় অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে দখলকৃত ১৪ একর জমি উদ্ধার করে সেখানে আবর্জনা ডাম্পিং করা হচ্ছে। সিটি কর্পোরেশনের বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করা হয়েছে। চিকলী বিনোদন পার্কে দুটি সুইমিং পুলের কাজ চলছে। কুকরুল ও চাঁনকুঠি হেলিপ্যাড এলাকা খেলার মাঠ তৈরির কাজসহ রংপুরের ঝিমিয়ে থাকা ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে মুজিববর্ষ উপলক্ষে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াররা অংশ নেয়। যা গোটা দেশে ব্যাপক আলোচিত হয়েছে। তিনি বলে, বর্তমানে শ্যামা সুন্দরী খাল পূণঃখনন জরুরী হয়ে পড়েছে। চলমান কার্যক্রমে জাইকার ৩শ২৫ কোটি টাকা, ডিপিপি’র ২শ১০ কোটি টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের ৮ কোটি টাকার উন্নয়নের কাজ চলছে যা দৃশ্যমান। সিটি কর্পোরেশনের মেয়রের প্রতিমন্ত্রী মর্যাদা প্রসঙ্গে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি মেয়র মোস্তফা বলেন, আমার প্লাটফর্ম থেকে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে কেনো প্রতিমন্ত্রী মর্যাদা দেননি তা আমি জানি না। তিনি যা ভালো মনে করেন তাই করেছেন। এ নিয়ে আমার কোনও ক্ষোভ নেই। আমি সিটির উন্নয়নের জন্য মেয়র হয়েছি। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, তার মেয়াদে অসমাপ্ত কাজ শেষ করতে আগামীতে পরিবেশ ভালো থাকলে আবারও নির্বাচন করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments