শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে টিসিবি কর্মকর্তা প্রতাপ চন্দ্রের প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রংপুরে টিসিবি কর্মকর্তা প্রতাপ চন্দ্রের প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

জয়নাল আবেদীন: পঁচা পেয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করা সহ ক্রেতাদের হয়রানির খবর রংপুরের স্থানীসহ পত্রিকা, বিভিন্ন অনলাইন, ও জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হবার পর পত্রিকা অফিসে চিঠি দিয়ে রংপুর টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রের হুমকি দেবার প্রতিবাদে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিকরা। এতে রংপুরে কর্মরত প্রিন্ট , ইলেক্ট্রনিক্স ও অন লাইনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য দেন রংপুর রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহাম্মেদ , রংপুর সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মানিক , রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম জীবন, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন টিসিএ এর সাধারন সম্পাদক এহেসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন মাহিগজ্ঞ প্রেসক্লাবের সভাপতি বাবলু, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার মিলন, অনলাইন ডেইলি বাংলাদেদেশের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, । সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদেও সম্বনয়ক আব্দুল কুদ্দুস। সমাবেশ পরিচালনা করেন যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মাজাহার মান্নান। সমাবেশে ডেইলি বাংলাদেশের টিসিবি কর্তৃক পচা পেয়াজ বিক্রি ১০ কেজি পেয়াজ না কিনলে অন্য পন্য বিক্রি না করার টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রের নির্দ্দেশনা ভোক্তাদের অভিযোগের উপর ভিত্তি করে দৈনিক করতোয়া দৈনিক সংবাদ সহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা অনলাইনে খবর প্রকাশিত হয়। কিন্তু খবর প্রকাশিত হবার পর ওই কর্মকর্তা দৈনিক সংবাদ ও করতোয়া পত্রিকা অফিসে চিঠি দিয়ে প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে লিখিত ভাবে জানানোর আদেশ প্রদান করেন। তার ধৃষ্টতাপুর্ন চিঠি দিয়ে সাংবাদিক সমাজকে অপমানিত করা হয়েছে। তিনি খবরের প্রতিবাদ করে এভাবে হুমকি দেবার ঘটনায় আমরা বিস্মিত। তিনি সাত দিনের মধ্যে ওই কর্মকর্তাকে অপসারন ও দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা না হলে আগামী শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহুতি দেবেন বলে ঘোষনা দেন। সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, রংপুর টিসিবি কর্মকর্তা নগরীতে ট্রাকের মাধ্যমে ডিলারদের দ্বারা বিদেশ থেকে আমদানি করা পঁচা ও নি¤œমানের পেয়াজ না কিনলে ভোজ্য তেল সহ অন্য পন্য বিক্রি করা যাবেনা মর্মে নিদ্দেশনা দিয়ে গ্রাহকদের জিম্মি করার ঘটনার খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হলে খবরের প্রতিবাদ না করে বিভিন্ন পত্রিকা অফিসে চিঠি দিয়ে সাংবাদিকদের চাকুরী চ্যুত করে তাকে লিখিত ভাবে জানানোর ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু আগামী ৭ দিনের মধ্যে ওই কর্মকর্তাকে রংপুর থেকে প্রত্যাহার করার আলটিমেটাম ঘোষনা দেন অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments