বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছায় ঘুষ ছাড়া মিলছে না ভূমি রেকর্ড ও জরিপ সংক্রান্ত সেবা

পীরগাছায় ঘুষ ছাড়া মিলছে না ভূমি রেকর্ড ও জরিপ সংক্রান্ত সেবা

ফজলুর রহমান: ঘুষ ছাড়া মিলছে না ভূমি রেকর্ড ও জরিপ সংক্রান্ত সেবা। রংপুরের পীরগাছা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দালালদের সঙ্গে যুক্ত হয়ে চালিয়ে যাচ্ছেন এ কার্যক্রম। উপজেলা পরিষদ চত্বরেই প্রকাশ্যে চলছে এ অনিয়ম। এতে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা লোকজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সেটেলমেন্ট অফিস চালাচ্ছে শাক্তিশালী একটি সিন্ডিকেট। উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার, পেশকার, চেইনম্যান ও সার্ভেয়াররা মিলে গড়ে তুলেছেন এ সিন্ডিকেট। বছরের পর বছর ধরে রুমে কর্মরত থেকে তারা চালিয়ে আসছেন এসব কাজ। তাদের হয়ে অফিসের বাইরে রয়েছে শক্তিশালী দালালচক্র। অভিযোগ রয়েছে, ভূমি রেকর্ড ও জরিপ সংক্রান্ত সেবা ঘুষ ছাড়া মিলছে না। মিলছে না জমির পর্চা আর মৌজার নকশাও। সেবা পেতে সরকার নির্ধারিত ফি ছাড়াও গুনতে হচ্ছে মোটা অংকের টাকা। ছাওলা ইউনিয়নের কিশামত ছাওলা গ্রামের শাহ আলম উপজেলা সেটেলমেন্ট অফিসে এসেছেন তার একখণ্ড জমির পর্চা তুলতে। তিনি জানালেন, বেশ কয়েকদিন আগে পর্চা তুলতে অফিসে গেলে কর্মকর্তারা এখন হবে না বলে পাঠিয়ে দেন। পরে বের হয়ে যাওয়ার সময় কথা হয় দালালদের সঙ্গে। দালালের সাথে রয়েছে অফিসের এক চেইনম্যান। ওই দিনই তিনি তুলে দেন চেইনম্যানের হাতে ২০০ টাকা। পর্চা হাতে পাওয়ার পর দিতে হয়েছে আরো ২০০ টাকা। উপজেলা সেটেলমেন্ট অফিসে পর্চা তুলতে আসছেন ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের মকবুল মিয়া। তিনি বললেন, এখানে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা- কর্মচারীর মদদে দালাল ও প্রতারকদের আনাগোনা অনেক বেশি। দালাল ও প্রতারক চক্র প্রকাশ্যেই ঘুরছে। এখানকার ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন কর্মকর্তা ও কর্মচারীগণ। তবে উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার আব্দুল বারী বলেন, সরকারের নির্ধারিত ফি এর বেশি কোন টাকা নেয়া হয় না। এছাড়া তিনি আর কোন কথা বলতে রাজি হননি। উপজেলা সহকারি সেটেলমেন্ট অফিসার খায়রুল আনাম(অ:দা:) এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা কেউ নিতে পারবেনা। কেউ নিলে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments