শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাহেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রংপুরে জীবনযাত্রা স্বাভাবিক

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রংপুরে জীবনযাত্রা স্বাভাবিক

জয়নাল আবেদীন: রংপুরে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোন প্রভাব পড়েনি। সকাল থেকে নগরীর বিভিন্ন দোকান ও শপিংমল গুলো খুলতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে নগরীর সমস্ত ব্যবসা প্রতিষ্টান, অফিস -আদালত ব্যাংক, বীমায় ছিল সাভাবিক অবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। নগরপথ ছিল আওয়ামীলী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে, আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ নগরীতে পৃথক পৃথক ভাবে মিছিল সমাবেশ করে।রংপুর-ঢাক, রংপুর-দিনাপুর, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চালাচল ছিল নিত্যদিনের মত। ভোর সাড়ে ছয়টা থেকে দুপুর পর্যন্ত রংপুর মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনকারী কোন ইসলামী দলের নেতাকর্মীদেও কোথাও দেখা যায়নি। অনেকটাই প্রভাবহীন এ হরতালে জীবনযাত্রা রয়েছে স্বাভাবিক ।রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্ত জেলা রুটে বাস চলাচল করছে। সেই সঙ্গে কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্ট থেকে দূরপাল­ার বাসও চলছে। ট্রেন চলাচলও স্বাভাবিক।রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, হরতালে যাতে কেউ কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‌্যাব ও পুলিশের টহল অব্যাহত আছে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে বেশ কয়েকটি যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments