বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার জেলে পাড়ায় ভাংচুর ও মারপিটের অভিযোগ

সাঁথিয়ার জেলে পাড়ায় ভাংচুর ও মারপিটের অভিযোগ

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ার জেলে পাড়ায় ব্যাপক ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামে হিন্দু পাড়ায়। জানা গেছে ২৫মার্চ রাতে একই গ্রামের মোহাম্মদ আলী মেম্বর ও তার ভাইয়ের নেতৃত্বে বড়গ্রামের জেলে পাড়ায় লাঠি, ফালা, হাসুয়া ও ছুরি নিয়ে হামলা চালায়। এসময় আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে নারী ও শিশুরা। মোহাম্মদ আলী মেম্বর ও তার দলবল বিমল হালদার, জিতেন হালদার, রনজু হালদার,আকাশ হালদারসহ হিন্দু যুবক পৌঢ় এমনকি বৃদ্ধ ব্যক্তিদের কিল ঘুষি লাথি দেয় এবং অশ্লীল ভাষায় গালাগাল করে। আতঙ্কগ্রস্থ হিন্দু জেলেরা করমজা ইউপি চেয়ারম্যানকে ফোন করে। রাত ১২ টায় ঘটনাস্থলে ছুটে যান করমজা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি। তিনি হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে সাঁথিয়া থানা থেকে পুলিশ যায়। হামলাকারীরা মন্টু হালদারের ঘর ভাংচুর করে এবং কয়েকটি ঘরে দা কুড়াল দিয়ে কুপিয়ে বিনষ্ট করে। অভিযোগে প্রকাশ যাবার সময় বিমল হালদারসহ হিন্দু পাড়ার জেলেদের মোহাম্মদ আলী মেম্বর শাসিয়ে যায় থানায় অভিযোগ না করার। এরপর থেকেই গ্রামবাসী হিন্দুরা আতঙ্কে আছে। ২৭ মার্চ সন্ধ্যায় বিমল হালদার তার গ্রামবাসী সাঁথিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাসকে সঙ্গে নিয়ে থানায় যান। মোহাম্মদ আলী মেম্বেরকে প্রাধান আসামী করে মোট ২৭ জনের বিরুদ্ধে বিমল হালদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে বিমল হালদার করমজা ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী হতে চাওয়ায় ক্ষিপ্ত হন মোহাম্মদ আলী মেম্বর। চেয়ারম্যান হোসেন বাগচিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘ঘটনা আমার সামনেই ঘটেছে। এ বাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন,অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা হয়েছে। আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments