শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৪৮ ঘন্টায় ৬৬ জন করোনায় আক্রান্ত, ১ জনের মৃত্যু

রংপুরে ৪৮ ঘন্টায় ৬৬ জন করোনায় আক্রান্ত, ১ জনের মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে ৮ জেলায় গত ৪৮ ঘন্টায় সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার ১৮০ জনকে করোনা টেষ্ট করে ১৬ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ১২ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৩৪, গাইবান্ধায় ৯, রংপুরে ৮, ঠাকুরগাঁয় ৬, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩, পঞ্চগড়ে ২ এবং লালমনিরহাট জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, দিনাজপুুর জেলায় ৪ হাজার ৮শ’ ৪৫ জন আক্রান্ত ও ১শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ১শ” ৬৬ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৩৮ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ৯৯ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ৯২ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩৪ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৭৪ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, ৪৮ ঘন্টায় ৮ জেলার মধ্যে সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৮ জেলায় ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার ১৮০ জনকে করোনা টেষ্ট করে ১৬ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ১২ জন রোগী সুস্থ হয়েছেন। করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ৪৮ ঘন্টায় আরো ২০৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৭ হাজার ৮২ জন। একই সময়ে ৯৮ জন সহ মোট ৯৪ হাজার’ ৩০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments