শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে হারভেষ্টার মেশিন ব্যবহারে উৎসাহ বাড়ছে কৃষকদের

রংপুরে হারভেষ্টার মেশিন ব্যবহারে উৎসাহ বাড়ছে কৃষকদের

জয়নাল আবেদীন: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধান ও গম মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে গম কাটা-মাড়াই কাজে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করতে দেখা গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তারাগঞ্জ উপজেলায় গম চাষে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪২০ হেক্টও জমিতে। কৃষি বিভাগের প্রচেষ্টায় এবার অনেক চাষী তামাকের পরিবর্তে এবার তাদের জমিতে গম চাষ করায় চলতি মৌসুমে তারাগঞ্জ উপজেলায় ৪শ৩০ হেক্টর জমিতে গমের চাষ করেছে। গত মৌসুমে লক্ষমাত্রা ছিল ৪২০ হেক্টরের পরিবর্তে চাষ হয়েছির ৩শ৯০ হেক্টর জমিতে। এর আগের বছর লক্ষমাত্রা ছিল ৩৭৪ হেক্টর, কিন্তু গম চাষ হয়েছিল শ২২৫ হেক্টরে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গম চাষীরা গম কাটাই-মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করছে। গম চাষীরা জানান, তারা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভাড়ায় নিয়ে এসে গম কাটাই-মাড়াইয়ের কাজ করছেন। তারাগঞ্জ উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, নিজেদের উদ্যোগে এখানকার গম চাষীরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভাড়ায় নিয়ে এসে গম কাটাই-মাড়াই করছে। তারা প্রতি বিঘা জমি কাটাই- মাড়াইয়ের জন্য ৩ হাজার টাকা ভাড়া হিসেবে মেশিনটি নিয়ে এসেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীবা রানী বলেন, কৃষকরা এখন অনেকটাই সচেতন। তাই তারা যাদের সামর্থ্য আছে এসব মেশিন ক্রয় করে নিচ্ছে আর যাদের সামর্থ্য নেই তারা মেশিন ভাড়ায় নিয়ে এসে যন্ত্রের সাহায্যে এসব কাজ করছে। উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাসসুম বলেন, সরকার কৃষিকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত করার লক্ষ্যে খামার যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। তারই প্রেক্ষিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছে। এরফলে কৃষকরা এখন যন্ত্রের সাহায্যে কৃষি কাজ করতে আগ্রহী হয়ে উঠছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments