বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলানওগাঁয় ৭শ বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিবলিঙ্গ উদ্ধার

নওগাঁয় ৭শ বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিবলিঙ্গ উদ্ধার

বাবুল আকতার: নওগাঁর ধামইরহাট থেকে ১৩শ শতকের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী ৬০০ কেজি ওজনের ১টি শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব। গতকাল রবিবার রাত ১০টায় উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এস,এম ফজলুল হকের নেতৃত্বে উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে প্রায় ১৩শ শতকের পুরনো ১টি নিদর্শন চতুর্মুখী ৬০০ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

র‌্যাব আরও জানান, প্রাথমিকভাবে নিদর্শনটি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments