শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যক্তিকে জরিমানা

কেশবপুরে লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যক্তিকে জরিমানা

জি এম মিন্টু: যশোরের কেশবপুর পৌর শহরে লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালত ১১ ব্যক্তিকে জরিমানা করেছে । সোমবার সকালে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ১০ ব্যক্তিকে ও এক পরিবহন চালককে ৪ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পৃথক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কেশবপুর শহরের বিভিন্ন স্থানে লকডাউনের প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ৪ দোকানদারকে ২ হাজার টাকা এবং এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৬ দোকানদারকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments