শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে লকডাউনের মধ্যেও শিক্ষার্থীদের জিম্মি করে প্রাইভেট পড়ানোর অভিযোগ

মুলাদীতে লকডাউনের মধ্যেও শিক্ষার্থীদের জিম্মি করে প্রাইভেট পড়ানোর অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে পরীক্ষায় নম্বর কম দেওয়া এবং অ্যাসাইনমেন্টে ভালো ফলাফল না দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের জিম্মি করে লক ডাউনের মধ্যেও প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গাছুয়া আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক লোকমান হোসেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে প্রাইভেট পড়তে বাধ্য করছেন বলে অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করেছেন। সরকারি নির্দেশণা উপেক্ষা করে ওই শিক্ষক বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষ দখল করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন শ্রেণির ৪৫/৫০জন শিক্ষার্থী পড়ান। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বিদ্যালয় গিয়ে দেখা গেছে নতুন একাডেমিক ভবনের ২য় তলার ১ম কক্ষে তিনি ১২/১৪জন শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন। করোনা পরিস্থিতি বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বন্ধ থাকায় লোকমান হোসেন শিক্ষার্থী ও অভিভাবকদের ভুল বুঝিয়ে অতিরিক্ত টাকা নিয়ে প্রাইভেট পড়তে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেও গণিত শিক্ষক লোকমান হোসেন প্রতিষ্ঠানে শিক্ষার্থী জমায়েত করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিয়মিত পড়াচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিভাবক জানান আমাদের সন্তানদের সুরক্ষায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বিদ্যালয়ের গণিত শিক্ষক লোকমান হোসেন বিদ্যালয়ে প্রাইভেট পড়িয়ে শিক্ষার্থীদের সেখানে যেতে বাধ্য করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান বিদ্যালয়ের শ্রেণি কক্ষে কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবেন না। সহকারী শিক্ষক লোকমান হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন জানান শ্রেণি কক্ষে লোকমান হোসেনের প্রাইভেট পড়ানোর বিষয়টি আমার জানা নাই। যদি তিনি প্রাইভেট পড়ান তবে তা বন্ধ করে দেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক লোকমান হোসেন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সত্যতা স্বীকার করে জানান আমি কাল থেকে আর কোনো প্রাইভেট পড়াবো না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments