শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে রাস্তার সরকারি গাছ কেটে সাবাড় করছে ঠিকাদারের লোকজন

সাপাহারে রাস্তার সরকারি গাছ কেটে সাবাড় করছে ঠিকাদারের লোকজন

বাবুল আকতার: নওগাঁর সাপাহার উপজেলার বাখরপুর মহিষডাংগা রাস্তার পাশ থেকে অবাধে সরকারি গাছ কেটে সাবাড় করছে জৈনক প্রভাবশালী ঠিকাদারের লোকজন। এলাকাবাসী সুত্রে জানাগেছে ,গত মার্চ মাসের ২০তারিখ হতে এ পর্যন্ত ওই রাস্তার পাশের প্রায় ৭/৮ টি গাছ ঠিকাদারের লোকজন কেটে নিয়ে যায়। বিগত ৩০ বছর পুর্বে ওই রাস্তার প্রায় ৩ কিলোমিটার স্থান জুড়ে স্থানীয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার বনজ ও ফলদ প্রজাতীর গাছ রোপন করে ছিল। ইতোমধ্যে প্রকৃতির নিয়োমনুসারে রাস্তার পাশের কিছু গাছ শুকিয়ে মরে যায়। গত সোমবার সন্ধ্যায় ওই রাস্তার পাশ থেকে ২টি মেহগনি গাছ কেটে নিয়ে মহিষডাংগা ছোট মসজিদের সামনে ফেলে রাখা হয়। স্থানীয়রা জানান রাস্তার সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান নওগাঁর ইথেন ইন্টার প্রাইজ এর লোকজন ওই গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ঠিকাদারের লোকজন উক্ত রাস্তা হতে প্রায় ৭/৮টি বড় বড় গাছ কেটে নিয়েগেছে। রাস্তার কাজে দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মুনিরুল ইসলাম গাছ কাটা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে ‘ওই গাছ গুলো আমাদের সাইটের মিস্ত্রিরা আমাকে না বলেই কেটেছে। এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান‘ বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে সরজমিনে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments