বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মহাসড়কে ১৪ লাখ টাকা ছিনতাই, আটক ৩

উল্লাপাড়ায় মহাসড়কে ১৪ লাখ টাকা ছিনতাই, আটক ৩

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নগরবাড়ি মহাসড়কের সোলাগাড়ী এলাকায় চৌদ্দ লাখ টাকা ছিনতাই ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ ঘটনার পরপরই আটক করেছে। এরা হলো- উল্লাপাড়া বন্যাকান্দি গ্রামের আব্দুল মান্নান (৪০), বেলকুচি উপজেলার চরটেংরাইল গ্রামের টুটুল (২০) ও কর্ণসুতি গ্রামের আব্দুস সালাম (৪৫)। এদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া সাড়ে চার লাখ টাকা পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বাকী টাকা উদ্ধার ও ছিনতাইকারী অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে। ছিনতাই কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল পুলিশ জব্দ করেছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার উল্লাপাড়া মীর ট্রাভেলস পরিচালিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সুপার এজেন্ট মোঃ আরিফুজ্জামান সাজু ডাচ বাংলা ব্যাংকের হাটিকুমরুল শাখা , পাঁচলিয়া শাখা ও বোয়ালিয়া শাখা থেকে চৌদ্দ লাখ টাকা তুলে নিয়ে উল্লাপাড়ায় সিএনজি যোগে আসছিলেন। নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার সোলাগাড়ি ব্রীজ এলাকা থেকে দুটি মোটর সাইকেলে ও সিএনজিতে থাকা ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা উপজেলার বড়হর এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগ বাটোয়ারা করার সময় মডেল থানা পুলিশ গ্রামের লোকজনের সহায়তায় তিনজন ছিনতাইকারীকে আটক করে। এ সময় অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস পিপিএম জানান, আটক তিন ছিনতাইকারীকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। বাকী ছিনতাইকারীদের আটক ও টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments