শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে কর্মস্থল ত্যাগ করে সরকারি কর্মকর্তাদের ঈদ উৎসব

মুলাদীতে কর্মস্থল ত্যাগ করে সরকারি কর্মকর্তাদের ঈদ উৎসব

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে সরকারি কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থল ত্যাগ করে পরিবারের সাথে যোগ দিয়ে ঈদ উৎসব করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ মে) উপজেলার ১৬ দপ্তরের কর্মকর্তাই ছিলেন না তাদের কর্মস্থলে। করোনা সংকটকালীন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশণা থাকলেও মুলাদী উপজেলায় কর্মস্থলে ছিলেন না উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শওকত আলী, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিন আফরোজ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, সমবায় কর্মকর্তা নূরুল ইসলাম, সাবরেজিষ্ট্রার আমির হোসেন, ইউআরসি ইনষ্ট্রাক্টর মনির হোসেন, বন কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলীপ কান্তি নন্দী, মুলাদী সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মাদ হোসাইনী জানান ঈদের ছুটির পরে প্রথম দিনে কিছু কিছু কর্মকর্তা কর্মস্থলে ছিলেন। যারা কর্মস্থলে নেই তাদের ব্যাপারে খোজখবর নেওয়া হচ্ছে।

মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মে) বিকাল ৩টার দিকে উপজেলার কাজিরহাট থানার ভঙ্গা কাদিরাবাদ গ্রামের সাইদুল ইসলামের দের বছরের পুত্র মোত্তাকিন বাড়ির সামনে খেলতে গিয়ে ডোবায় পড়ে মারা যায়। মোত্তাকিনের স্বজনরা জানান রবিবার বিকালে বাচ্চাদের সাথে সে খেলতে যায়। এক ফাঁকে সে ডোবায় পড়ে গেলে অন্যান্য শিশুরা ডাকচিৎকার শুরু করে। পরে বাড়ির লোকজন এসে তাকে ডোবা থেকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments