বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

আব্দুল লতিফ তালুকদার: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’র (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে ভূঞাপুর প্রেসক্লাব। মঙ্গলবার বেলা ২ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তারা বলেন, দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে। মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা এবং পরে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়া অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা। এ সময় মাববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ধসঢ়;আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ। এতে প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments