শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে তৃতীয় দিনেও প্রতিবাদ মুখর রংপুর

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে তৃতীয় দিনেও প্রতিবাদ মুখর রংপুর

জয়নাল আবেদীন: পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় কারাগারে নেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিভাগীয় নগরি রংপুরে একাধিক সংগঠন মানববন্ধন সমাবেশ করেছে। সমাবেশ থেকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার করাসহ তাকে হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।বৃহস্পতিবার বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে টিসিএ-টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নিপীড়নের বিরুদ্ধে রংপুর, সুশাসনের জন্য নাগরিক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার। সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন।আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার মধ্যে দিয়ে দেশের সাংবাদিক সমাজ, সচেতন মহল, দেশপ্রেমী ও প্রতিবাদী মানুষকে হেনস্থা করা হয়েছে। রোজিনাকে হেনস্তা, ছয় ঘণ্টা আটকে রাখা, মিথ্যা অভিযোগ দিয়ে থানায় থেকে কারাগারে পাঠানোর সবই ছিল সুপরিকল্পিত। ষড়যন্ত্রকারী দুর্নীতিবাজদের মনে রাখতে হবে সাংবাদিকদের ভয় দেখিয়ে রুমে আটকে রেখে স্তব্ধ করা যাবে না। বরং কিছু দুর্নীতিগ্রস্ত আমলার কারণে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা গণবান্ধব সরকার ও রাষ্ট্রের জন্য শুভবার্তা নয়।বক্তারা আরো বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে জনগণের অর্থ লুটপাট করে খাওয়া ব্যক্তিদের মুখোশ উন্মোচন করেছে। এ কারণেই নির্যাতনের শিকার হয়েছেন। অবিলম্বে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান, রোজিনাকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, অফিস সহায়ক মাকসুদা সুলতানা পুলিশ সহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার এবং বিচার করতে হবে। বাক স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যকবদ্ধ থাকতে হবে।সমেবেশে বক্তব্য রাখেন- রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সাংবাদিক আফতাব হোসেন, প্রবীণ শিক্ষক বনমালী পাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, জনতার রংপুরের আহ্বায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান, প্রজন্ম একাত্তরের দেবদাস ঘোষ দেবু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সহসভাপতি আসাদুজ্জামান আফজাল, প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments