বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাঅদক্ষতা ও উদাসীন ভাবে নদী খনন করায় এবার ক্ষতিগ্রস্থ হলো পাঁচবিবির শিমুলতলী...

অদক্ষতা ও উদাসীন ভাবে নদী খনন করায় এবার ক্ষতিগ্রস্থ হলো পাঁচবিবির শিমুলতলী ব্রীজ

প্রদীপ অধিকারী: পাঁচবিবিতে নদী খনন কাজে অদক্ষতা ও উদাসীনতার অভাবে আবারও একটি ব্রীজ ক্ষতিগ্রস্থ হলো শিমুলতলী ব্রীজ, হুমকির মুখে পড়েছে ব্রীজ দিয়ে যাতায়াতকারী যানবাহও ও পথচারী। যে কোন সময় সেতুটির পশ্চিম অংশে নদীর গর্ভে ধ্বসে যাওয়ার আশংকা রয়েছে। জানা যায়, কয়েক দিনের প্রবল বর্ষণে গতকাল শুক্রবার রাতে পাঁচবিবির ছোট যমুনা নদীতে পানির ঢল নামায় খননকৃত নদীর শিমলতলী ব্রীজ পশ্চিম পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের ফলে ব্রীজসহ সংযোগ সড়ক হুমকীর মখে পড়েছে। ভাঙ্গনে নদী তীরবর্তী বিদ্যুতের পোল নদীর গর্ভে গেলে পশ্চিম পাড়ের গ্রাম গুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এলাকার লোকজনের মাঝে আতংক দেখা দিলে রাতেই ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, নির্বাহী অফিসার মোঃ রবমান হোসেন, পাঁচবিবি এলজিইডির প্রকৌশলী কাইয়ুম হোসেন, অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব যান। আজ শনিবার সকালে এলাকার লোকজন ব্রীজ রক্ষার দাবীতে ব্রীজ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক লোকজনকে শান্ত থাকতে বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ব্রীজ রক্ষার্থে দু’একদিনের মধ্যেই বালির বস্তা ও সিসি ব্লক ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে। এলাকার মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, চিনিকলের সাবেক শ্রমিক নেতা বাবুল করিমসহ আরো অনেকে জানান, অপরিকল্পিত ভাবে নদী খনন ও ব্রীজ সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করায় বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বে কয়েক বার প্রশাসনের কাছে লিখিত ভাবে আবেদন করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারী উপজেলার চেঁচড়া সীমান্ত থেকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা পর্যন্ত ২৩ কিলোমিটার দৈর্ঘ্য ৩০ মিটার প্রস্থ ও ২মিটার গভীরতায় নদীর খনন শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২১ শে মার্চ একইভাবে পাঁচবিবি উপজেলার ফেচকার ঘাট এলাকার তুলসীগঙ্গা নদীর উপর নির্মিত ব্রীজের নিচে নদী খনন করতে গিয়ে ব্রীজের পিলারে ফাটল দেখা দেয়, যা আজ পর্যন্ত সংস্কার কারা হয় নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments