বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে লেগুনা চাপায় সামিউল নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সোয়া ৪টায় উপজেলার মুলাদী-মৃধারহাট সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সামিউল ইসলাম গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের পুত্র। সামিউলের চাচা জাহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে একটি লেগুনা মৃধারহাট থেকে মুলাদী আসছিলো। ফায়ার সার্ভিসের কাছাকাছি সামিউল রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগামী লেগুনাটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেন এবং লেগুনা চালক ইয়ামিনকে আটক করে। মুলাদী থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, লেগুনা চালককে আটক করা হয়েছে। শিশুর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।