বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে জরুরি ত্রাণ সামগ্রী নষ্ট হওয়ার ঘটনায় সেই ইউএনওকে শোকজ

সিংগাইরে জরুরি ত্রাণ সামগ্রী নষ্ট হওয়ার ঘটনায় সেই ইউএনওকে শোকজ

মিজানুর রহমান বাদল: ৩৩৩ এর জরুরি ত্রাণ সামগ্রী মানিকগঞ্জ জেলার সিংগাইরের ইউএনও রুনা লায়লার হেফাজতে পচে যাওয়ার ঘটনায় জেলা প্রশাসক তাকে শোকজ করেছেন বলে জানা গেছে। শনিবার (১২ জুন) দুপুরে মোবাইল ফোনে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ইউএনওসহ সংশ্লিষ্টদের আগামী রবিবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাবের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। গত (৯ জুন) আজকের বাংলাদেশ অনলাইন পত্রিকায় ‘‘৩৩৩ নম্বরে ফোন দিয়েও মেলেনি ত্রাণ: সিংগাইরে ইউএনও‘র গ্যারেজে নষ্ট হচ্ছে জরুরী ত্রাণসামগ্রী’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। শনিবার দুপুরে সরেজমিন সিংগাইর উপজেলার পৌরমহল্লার গোলড়া এলাকার আবাসন প্রকল্পে গিয়ে কথা হয় একাধিক ত্রাণ প্রত্যাশীদের সাথে। সুরিয়া, জবেদা, রুপমা, রিতা, আমেনা ও রিতা রানীসহ অনেকেই অভিযোগ করে যুগান্তরকে বলেন, ত্রাণের জন্য ফোন দেয়ায় ইউএনও এসে আমাদের সাথে রাগারাগি করেছেন। এমনকি পুলিশ দিয়ে ধরে নেয়ারও ভয় দেখান তিনি। ৩৩৩ এর ত্রাণ পাওয়া মমতা ও লাইলী বেগম বলেন, প্যাকেটে থাকা আলু- পেয়াজগুলো পচে গেছে। অন্যান্য পণ্য সামগ্রীগুলোও দুর্গন্ধযুক্ত। এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের অপব্যাখ্যা দিয়ে ‘‘উপজেলা প্রশাসন সিংগাইর’’ নামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যা সুধী মহলে বিতর্কের জন্ম দিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments