শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাস্ত্রীকে উত্যক্ত করায় হত্যা: সাঁথিয়ায় ইজিবাইক চালককে হত্যার রহস্য উদঘাটন

স্ত্রীকে উত্যক্ত করায় হত্যা: সাঁথিয়ায় ইজিবাইক চালককে হত্যার রহস্য উদঘাটন

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীকে মোবাইল ফোনে উত্যক্ত করায় পিটিয়ে ও পায়ের রগ কেটে ইজিবাইক চালক সেলিম হোসেন(২৫) কে নৃশংস ভাবে হত্যা করা হয়।

হত্যার পর তার আটোবাইক ৩১ হাজার টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে হত্যাকারীরা। মঙ্গলবার সকালে পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল খান এক প্রেস বিফিংয়ে হত্যা কান্ডের রহস্য জানান। প্রেসবিফিং সূত্রে জানাযায়, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গোসাই পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সেলিম হোসেন মোবাইল ফোনে উত্যক্ত করত উপজেলার বহলবাড়িয়া গ্রামের আল-আমিনের স্ত্রী শীলা খাতুন (২১)কে। ঘটনাটি শীলা তার স্বামী আল আমিনকে জানালে আল আমিন ইজিবাইক চালক সেলিমকে হত্যা ও অটোবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৯ জুন বিকালে ফোন করে সেলিমের ইজিবাইক রিজার্ভ করে উপজেলার মাহমুদপুর থেকে গাড়ীতে উঠে খুনিরা। রাত ৯ টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের বহলবাড়িয়া কালুকাটা মাঠে এসে চালককে গাজা সেবন করান হত্যাকারীরা। এতে সেলিম নেশাগ্রস্ত হলে খুনিরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও চাকু দিয়ে পায়ের রগ কেটে হত্যা করে।

পুলিশি তদন্ত কালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১২ জুন ভোরে ঢাকার ধামরাইলের এক ইটভাটা থেকে প্রথমে সাঁথিয়ার বহলবাড়িয়া গ্রামের আবু সাইদ মোল্লার ছেলে রাসেল হোসেন (২২) ও সোলেমানের ছেলে রানা শেখ(২১)কে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিনে বহলবাড়িয়া থেকে আল-আমিনের স্ত্রী শীলা খাতুন(১৮) ও ওয়াজেদ সরদারের ছেলে হোসেন আলীকে আটক করা হয়। পরে আতাইকুলা বাজারের ভাংরির ব্যবসায়ী বৃহস্পতিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের নিকট থেকে অটোবাইক উদ্ধার ও তাকে আটক করা হয়। পুলিশ আটককৃতদের পাবনা বিজ্ঞ আদালতে হাজির করলে আসামীরা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ১০জুন সকালে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়ার বহলবাড়িয়া নামক স্থান সংলগ্ন কালুকাটা মাঠে সেলিমের লাশ দেখতে পায় স্থানীয়রা। এব্যাপারে সেলিমের ভাই বাদী হয়ে ওইদিনই সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৭। ঘটনার পর থেকেই থানা পুলিশ হত্যা কান্ডের রহস্য উন্মোচনের জোর চেষ্টা চালান। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে অটোবাইক চালকের হত্যার ক্লু উৎঘাটনের সব ধরণের চেষ্টা চালানো হয়। এ মামলার ৫জন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments