আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছে শরীফ (৩৫) নামের এক জুয়াড়ি। উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শরীফ ওই গ্রামের উখিলা শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরআগে বুধবার রাতে সে বিষপান করলে তার স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে নিয়মিত জুয়া খেলতো। জুয়া খেলে সে প্রায় ৭ লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করে। পরে ওই ঋণের টাকা বুধবার রাতেই পরিশোধ করার কথা ছিল। কিন্তু টাকা জোগার করতে না পারায় সে বিষপানে আত্মহত্যা করে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। এ বিষয়ে তদন্ত চলছে।

Previous articleনিখোঁজের আগে মাকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন আবু ত্ব-হা আদনান
Next articleযমুনায় পানি বৃদ্ধি, চাহিদা বেড়েছে নৌকার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।