বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণের ৭দিন পর উদ্ধার করেছে হাতিয়া থানার পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী আরাফাত হোসেনকে (৩০) আটক করে।
সোমবার (২৮ জুন) দুপুরে আটককৃত আসামীকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধুপপোল এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ এবং একই সাথে অপহরণকারীকে আটক করে।

অপহৃত স্কুলছাত্রী মল্লিকা রাণী দাস (১৫) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নন্দকুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং চরইশ্বর ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামের পঙ্কজ চন্দ্র দাসের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুন) সকালে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার ইয়াছিন চৌকিদারের ছেলে আরাফাত হোসেন (৩০) তাকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় বলে ভিকটিমের মা থানায় মামলা দায়ের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান,অপহৃতস্কুলছাত্রীকে ৭দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলায় অপহরণকারী যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

Previous articleরংপুরে লকডাউনেও বিধিনিষেধ মানছেন না কেউ
Next articleস্বস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন কোম্পানীগঞ্জের ইউএনও
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।