বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীর ও তার সহধর্মীনি রুখসাত ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.সেলিম।

তিনি আরও জানান, গত শুক্রবার (২৫ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ল্যাবে করোনা পরীক্ষা করলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি গতকাল রোববার (২৭ জুন) চট্রগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে চট্রগ্রামের বাসায় হোমআইসোলেশনে রয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

Previous articleহাতিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী ৭দিন পর চট্রগ্রাম থেকে উদ্ধার
Next articleক্ষেতলালে ডিবি পুলিশ পরিচয়ে লাখ টাকা ছিনতাই
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।