বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় ৩ জনকে অর্থ দন্ড

কালিহাতীতে মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় ৩ জনকে অর্থ দন্ড

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ৩ জন মেডিকেল এসিস্ট্যান্টকে ৪৫ হজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মেডিকেল এসিস্ট্যান্ট সেবা গ্রহিতাদের সাথে প্রতারণা করে নিজেদের ডাক্তার পরিচয়ে দিয়ে চিকিৎসা কার্যক্রুম পরিচালনা করার অপরাধে গত ৪ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা উপজেলার আটাবাড়িতে মোশারফ সিদ্দিকীকে ২০ হাজার ,আউলিবাদে আরিফুলকে ১০ হাজার ও সাইফুল ইসলাম কে ১৫ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান,সেবা গ্রহিতাদের জীবন ্িধসঢ়;বপন্ন্ধসঢ়; করে মেডিকেল এসিস্ট্যান্ট ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে তাদের এখতিয়ার বর্হিভ’ত ভাবে চিকিৎসা সেবা প্রদান করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকীর মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের সনদ যাচাইয়ের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫৩ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধমে শাস্তির আওতায় এনে এ অর্থদন্ড দেওয়া হয়েছে।স্বাস্থ্য সেবা সচল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments