শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাআর্জেন্টিনার জয়ে বন্ধুকে ছুরিকাঘাত করলো ব্রাজিল সমর্থক!

আর্জেন্টিনার জয়ে বন্ধুকে ছুরিকাঘাত করলো ব্রাজিল সমর্থক!

বাংলাদেশ প্রতিবেদক: কোপা আমেরিকা কাপের চূড়ান্ত খেলা নিয়ে টেকনাফে পুলিশি টহল ছিল চোখে পড়ার মতো। এরপরও জয়-পরাজয় নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের ছুরিকাঘাতে মো. ইকবাল (১৬) নামের এক কিশোর আহত হয়েছেন।

রোববার (১১ জুলাই) সকাল ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়াপাড়া এলাকায় লাতিন আমেরিকার দল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে ওই এলাকার বাদশা মিয়ার ছেলে আর্জেন্টাইন সমর্থক মো. ইকবাল ছুরিকাঘাতে আহত হয়। কিশোর বর্তমান কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, কোপা আমেরিকা কাপের চূড়ান্ত খেলায় জয়-পরাজয় নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঠাট্টা বিদ্রূপ বেড়ে গেলে ব্রাজিল সমর্থক স্থানীয় মোহাম্মদ শরিফের ছেলে রিদুয়ানুর ইসলাম নামের অপর কিশোরের ছুরিকাঘাতে ওই আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হ্নীলা উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদ হোসাইন জানান, বিষয়টি দুঃখজনক। কোথায় আমেরিকা খেলা হচ্ছে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। অথচ বাংলাদেশে এসব ঘটনা মানুষের মনকে আহত করে। দুই কিশোরের মধ্যে সংঘাতে ছুরিকাঘাতে আহত কিশোরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কোপা আমেরিকা কাপের ব্রাজিল-আর্জেন্টিনার চূড়ান্ত খেলা নিয়ে রোববার ভোর থেকে পুলিশি টহলে ছিল। টেকনাফ হ্নীলা ও হোয়াইক্যংয়ে এ টহল জোরদার ছিল। তবে ছুরিকাঘাতের ঘটনা এখন পর্যন্ত পুলিশ জানতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিদেশি খেলার জয়-পরাজয় নিয়ে এমন ঘটনায় উদ্বেগ ও অনুচিত বলে জানিয়েছেন সচেতন মহল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments