শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত অধরা (৬) উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহিদীপুর আমজাদ বেপারী বাড়ির সেনাবাহিনীর কর্পোরাল শরীফুজ্জামান সবুজের মেয়ে।

সোমবার (১৯জুলাই) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহিদীপুর গ্রামের আমজাদ বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সে খেলা করতে গিয়ে অসাবধনা বসত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ ক্ষণ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর বাড়ির পাশ^বর্তী পুকুরের পানিতে তাকে ভাসতে দাখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ৫নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানান, পদ্মা সেতুতে কর্মরত সেনাবাহিনীর কর্পোরাল শরীফুজ্জামান সবুজ ঈদে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেনবাগের গ্রামের বাড়িতে আসে । সোমবার দুপুরে ৬ বছরের অধরা খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান,এ ধরণের ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments