শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৮টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৮টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত ২৮টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করেছে।

রোববার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সরদার টোলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। সোমবার বিকিলে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা জানান, তেলকুপি বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রোববার ভোরে সীমান্ত মেইন পিলার ১৭৮ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের সরদারটোলা এলাকায় মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ২৮ টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা।
তিনি আরও জানা, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments