বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধু সেতুতে ১ দিনে টোল আদা‌য়ের রেকর্ড, ২৪ ঘন্টায় ৩৮ হাজার যান...

বঙ্গবন্ধু সেতুতে ১ দিনে টোল আদা‌য়ের রেকর্ড, ২৪ ঘন্টায় ৩৮ হাজার যান পারাপার

আব্দুল লতিফ তালুকদার: দেশে চলমান ক‌ঠোর লকডাউ‌নের ম‌ধ্যে হঠাৎ রপ্তা‌নিমূখী শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিক‌দের কর্মস্থ‌লে যোগ দিতে গণপরিবহন শুরুর একদিনে বঙ্গবন্ধু সেতু দি‌য়ে রেকর্ড সংখ‌্যক যানবাহন পারাপার হ‌য়ে‌ছে।

টোল আদা‌য়েও রেকর্ড সৃ‌ষ্টি ক‌রে‌ছে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু উপর দি‌য়ে প্রায় ৩৮ হাজার গণপ‌রিবহনসহ অন‌্যান‌্য যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩্#৩৯;শ ১০ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা যায়, রোববার (১ আগষ্ট) সকাল ৬টা হ‌তে সোমবার (২ আগষ্ট) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধুসেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দি‌য়ে বাস, ট্রাক, ল‌ড়ি, পিকআপ, মাই‌ক্রো, প্রাই‌ভেটকার ও মোটরসাইকেল মি‌লি‌য়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭৮ লাখ ৫৩ হাজার ৩্#৩৯;শ ১০ টাকা। এরম‌ধ্যে পূর্ব টোলপ্লাজায় ২০হাজার ৫৯৬টি প‌রিবহ‌ন থেকে এক কো‌টি ৫৪ লাখ ১১ হাজার ৭শ ২০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি প‌রিবহ‌ন থেকে এক কো‌টি ২৪ লাখ ৪১ হাজার ৫শ ৯০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে। ঈ‌দের আ‌গে গত (১৮ জুলাই) রবিবার সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন পারাপার হয়েছিল ৩৯ হাজার ৪৮১টি। এতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সরকার রপ্তা‌নিমুখী শিল্প কলকারখানা চালু ঘোষণা করায় শ্রমিক‌দের কর্মস্থ‌লে ফির‌তে গণপ‌রিবহন ও অন‌্যান‌্য পরিবহন চলাচল শুরু হওয়ায় তুলনামূলক অ‌নেক বে‌শি গা‌ড়ি সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে গেল ২৪ ঘন্টায় রেকর্ড সংখ‌্যক প‌রিবহন পারাপা‌রের পাশাপা‌শি টোল আদা‌য়েও রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments