শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনা জেনারেল হাসপাতাল অবশেষে সেন্ট্রাল অক্সিজেন ও আইসিইউ ইউনিট চালু হলো

পাবনা জেনারেল হাসপাতাল অবশেষে সেন্ট্রাল অক্সিজেন ও আইসিইউ ইউনিট চালু হলো

কামাল সিদ্দিকী: গণমাধ্যমে অব্যাহত সংবাদ প্রতিবেদন প্রকাশের পর শনিবার পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় চালু হয় হাসপাতালের ৪ বেডের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের সকল কাজ শেষ হওয়ার পরও তরল অক্সিজেন বরাদ্দ মিলছিল না। পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনার কয়েকজন কৃতি সন্তানের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে পাবনায় তরল অক্সিজেন সরবরাহ নিশ্চিত হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সেন্ট্রাল অক্সিজেন চেম্বার পূর্ণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে এমপি প্রিন্স বলেন, করোনা মহামারীর মধ্যেও আজ পাবনাবাসীর আনন্দের দিন। প্রাচীন জেলা হলেও স্বাস্থ্যসেবায় বিশেষ করে সেন্ট্রাল অক্সিজেন থেকে পিছিয়ে ছিল পাবনার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ জেলার মানুষ ইতোমধ্যেই আরটি-পিসিআর ল্যাব পেয়েছে। আজকে সেন্ট্রাল অক্সিজেন সেবা পেলেন। আশা করি চিকিৎসা সেবায় এ জেলার মানুষ আজ আরও একধাপ এগিয়ে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পাবনাতেই এখন করোনা আক্রান্তসহ যে কোন ধরণের মুমুর্ষ রোগীকে আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চপ্রবাহের অক্সিজেন সেবা দেয়া সম্ভব হবে। প্রতিদিনই অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিলেন সংকটাপন্ন রোগীরা। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পড় ঠিকাদারী প্রতিষ্ঠান অবশেষে এই তরল অক্সিজেন পাঠিয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: কেএম আবু জাফর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, করোনা ইউনিটের প্রধান চিকিৎসক সিনিয়র কনস্যাল্টেন্ট ডা: সালেহ মোহাম্মদ আলী, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. জাহেদী হাসান রুমিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments